Tuesday, May 30, 2017

ফটোশপ বেসিক জ্ঞান পর্ব ১।

আজ আমি আপনাদের সাথে ফটোশপ এর বেসিক জ্ঞান নিয়ে কথা বলব।
আমি বলব না যে আমি সব পাড়ি আমি বলতে চাই শিক্ষার কোনো শেষ নেই।
যারা নতুন এবং ইডেটিং  এর কাজ শিখতে আগ্রহী তাদের জন্যই মূলত আমার লেখা।

পেচাঁল বাদ দিয়ে কাজের কথাই আসি ।
ফটোশপ বা ছবি ইডেটিং করার জন্য প্রথমেই আমাদের যা যা প্রয়োজনীয়।
১টি সাধারন কম্পিউটার,দামি হলে আরো ভাল গ্রাফ্রিক্স ভাল দেখা যায়।
ছবি বা ইমেজ  ইডিট করার স্‌ফটওয়ার।
যেমনঃ এডোবি ফটোশপ,GIMP,PHOTO POS PRO,PAINT.NET,PHOTO SCAPE.ইত্যাদি।
আমরা প্রথমে এডোবি ফটোশপ নিয়ে ই কাজ করবো।
বর্তমানে এডোবি ফটোশপ ২০১৭ বাজারে আছে,আমরা ২০১৫ দিয়েই কাজ শুরু করব কারন ২০১৫ ও ২০১৭ এর আপডেট প্রাইয় একইরকম।
কাজে নাম যাক.---------প্রতিটি কাজ ‍বুঝার জন্য শিক্ষার সুবিধার্থে ভিডিও তে প্রকাশ করা হয়েছে।



No comments:

Post a Comment